শেয়ার ক্রয় নীতিমালা
১) শেয়ার ক্রয়ের সময়সীমা:
ইব্রাহিম টেক বিডি (ITBD)-এর সকল প্রকল্পের শেয়ার খালি থাকা সাপেক্ষে প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্যে শেয়ার ক্রয় করার সুযোগ রাখা হয়েছে।
- ১-৫ তারিখের মধ্যে শেয়ার ক্রয় করলে চলতি মাসের ১০০% প্রফিটের আওতায় আসবে।
- ৬-১৫ তারিখের মধ্যে ক্রয় করলে চলতি মাসের ৫০% প্রফিটের আওতায় আসবে।
- ১৬ তারিখের পর শেয়ার ক্রয় করলে চলতি মাসের কোনো প্রফিট পাওয়া যাবে না, তবে পরবর্তী মাসের ১ তারিখ থেকে প্রফিট গণনা শুরু হবে ইন-শা-আল্লাহ।
২) শেয়ার বিনিয়োগের সময়সীমা:
বিনিয়োগের পরিমাণ অনুযায়ী ন্যূনতম সময়সীমা:
- ২,০০০ - ৫০,০০০ টাকা পর্যন্ত: অন্তত ৩ মাস জমা রাখতে হবে।
- ৫১,০০০ - ১,০০,০০০ বা তার বেশি টাকা: অন্তত ৬ মাস জমা রাখতে হবে।
⚠ এর ব্যত্যয় ঘটলে রিফান্ডের (ক) শর্তাবলী অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে।
৩) প্রফিট প্রদান:
- 💸 প্রফিট প্রদান সময়: প্রতি মাসের ৬-১০ তারিখের মধ্যে।
- 📊 প্রফিটের পরিমাণ: প্রকল্পের মাসিক আয় ও ব্যয় ব্যতীত নিট প্রফিট বা ক্ষতির উপর ভিত্তি করে মুনাফা প্রদান করা হয়ে থাকে।
৪) শেয়ার ক্রয়ের নিশ্চিতকরণ:
📝 শেয়ার ক্রয়ের ফরম পূরণ করার পর পেমেন্ট যাচাই করে ৩ কার্যদিবসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো ইমেইলে প্রদান করা হবে:
- ✔ ✅ ইমেলের মাধ্যমে শেয়ার ক্রয়ের কনফার্মেশন মেসেজ প্রেরণ
- ✔ 💳 ডিজিটাল আইডি প্রদান যা দিয়ে আপনি ঘরে বসে বিনিয়োগের ডিটেইলস দেখতে পারবেন
- ✔ 💳 ডিজিটাল ইনভেস্টমেন্ট মানি রিসিট
- ✔ 💬 প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক
রিফান্ড নীতিমালা
১) রিফান্ডের যোগ্যতা:
- বিনিয়োগের ন্যূনতম ৩ মাস পূর্ণ হওয়া আবশ্যক।
- প্রতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।
২) রিফান্ডের শর্তাবলী:
-
✅ (ক) তৃতীয় বা ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার পুর্বে রিফান্ড চাইলে:
- তিন বা ষষ্ঠ মাসের (উপরে বর্ণিত শেয়ার বিনিয়োগের সময়সীমা অনুযায়ী নির্ধারিত হবে) পূর্বে রিফান্ড চাইলে: ➡ ITBD হতে প্রদেয় সকল মুনাফা, কোন গিফট প্রদান করা হলে সেটির মূল্য কর্তন করে শুধুমাত্র বিনিয়োগকৃত মূল টাকা ফেরত প্রদান করা হবে।
-
✅ (খ) তৃতীয় বা ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার পর রিফান্ড চাইলে:
- ➡ যে মাসে বিনিয়োগ ফেরতের আবেদন করা হবে অর্থ্যাৎ ২০-৩০ তারিখের মধ্যে আবেদন করলে উক্ত মাসের মুনাফাসহ বিনিয়োগকৃত মূল টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
- আর যদি চলতি মাসের ২০ তারিখের পূর্বে টাকা উত্তোলন করে নিতে চান সেক্ষেত্রে চলতি মাসের কোন মুনাফা প্রদান করা হবে না।
৩) রিফান্ড আবেদন প্রক্রিয়া:
- শেয়ারহোল্ডারদের অনলাইন ফরম পূরণ করতে হবে।
(প্রকল্প সংশ্লিষ্ট WhatsApp গ্রুপে যোগাযোগের মাধ্যমে রিফান্ড ফরম সংগ্রহের অনুরোধ করছি।) - আবেদন জমার পর বিনিয়োগকৃত টাকার পরিমাণের উপর ভিত্তি করে নিচের তালিকা অনুযায়ী রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে, ইন্শা-আল্লাহ্
- রিফান্ডের টাকা ব্যাংক/মোবাইল ফিন্যান্সিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট)-এ ট্রান্সফার করা হবে।
৪) রিফান্ড বাতিলের শর্ত:
- ❌ ভুল তথ্য প্রদান করলে, রিফান্ড বাতিল বলে গণ্য হবে এবং বিনিয়োগকৃত টাকা বাজেয়াপ্ত করা হবে
রিফান্ড প্রক্রিয়ার সময়সীমা:
বিনিয়োগকৃত টাকার পরিমাণের উপর ভিত্তি করে ১ - ১৮০ দিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে, ইন্শা-আল্লাহ্
বিনিয়োগের পরিমাণ | সময়সীমা |
---|---|
২ - ১০ হাজার | ১ দিন |
১১ - ৩০ হাজার | ২ দিন |
৩১ - ৫০ হাজার | ৫ দিন |
৫১ - ১ লক্ষ | ৭ দিন |
১ লক্ষ ১ হাজার - ২ লক্ষ | ১৫ দিন |
২ লক্ষ ১ হাজার - ৫ লক্ষ | ১ মাস |
৫ লক্ষ ১ হাজার - ১০ লক্ষ | ১.৫ মাস |
১০ লক্ষ ১ হাজার - ২০ লক্ষ | ২ মাস |
২০ লক্ষ ১ হাজার - ৩০ লক্ষ | ৩ মাস |
৩০ লক্ষ ১ হাজার - ৪০ লক্ষ | ৪ মাস |
৪০ লক্ষ ১ হাজার - ৫০ লক্ষ | ৬ মাস |