ITBD || Home

Share Flash Sale: Starting at 2000 Tk/mo for a limited time

ইব্রাহিম টেক বিডি (ITBD)

শেয়ার ক্রয় ও রিফান্ড নীতিমালা

ইব্রাহিম টেক বিডি (ITBD) শেয়ারহোল্ডারদের জন্য স্বচ্ছ ও সুবিবেচিত শেয়ার ক্রয় এবং রিফান্ড নীতিমালা রয়েছে, যাতে বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষিত থাকে। অনুগ্রহ করে সম্পূর্ণ নীতিমালা পড়ে বুঝে বিনিয়োগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

শেয়ার ক্রয় নীতিমালা

১) শেয়ার ক্রয়ের সময়সীমা:

ইব্রাহিম টেক বিডি (ITBD)-এর সকল প্রকল্পের শেয়ার খালি থাকা সাপেক্ষে প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্যে শেয়ার ক্রয় করার সুযোগ রাখা হয়েছে।

  • ১-৫ তারিখের মধ্যে শেয়ার ক্রয় করলে চলতি মাসের ১০০% প্রফিটের আওতায় আসবে।
  • ৬-১৫ তারিখের মধ্যে ক্রয় করলে চলতি মাসের ৫০% প্রফিটের আওতায় আসবে।
  • ১৬ তারিখের পর শেয়ার ক্রয় করলে চলতি মাসের কোনো প্রফিট পাওয়া যাবে না, তবে পরবর্তী মাসের ১ তারিখ থেকে প্রফিট গণনা শুরু হবে ইন-শা-আল্লাহ।

২) শেয়ার বিনিয়োগের সময়সীমা:

বিনিয়োগের পরিমাণ অনুযায়ী ন্যূনতম সময়সীমা:

  • ২,০০০ - ৫০,০০০ টাকা পর্যন্ত: অন্তত ৩ মাস জমা রাখতে হবে।
  • ৫১,০০০ - ১,০০,০০০ বা তার বেশি টাকা: অন্তত ৬ মাস জমা রাখতে হবে।

⚠ এর ব্যত্যয় ঘটলে রিফান্ডের (ক) শর্তাবলী অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে।

৩) প্রফিট প্রদান:

  • 💸 প্রফিট প্রদান সময়: প্রতি মাসের ৬-১০ তারিখের মধ্যে।
  • 📊 প্রফিটের পরিমাণ: প্রকল্পের মাসিক আয় ও ব্যয় ব্যতীত নিট প্রফিট বা ক্ষতির উপর ভিত্তি করে মুনাফা প্রদান করা হয়ে থাকে।

৪) শেয়ার ক্রয়ের নিশ্চিতকরণ:

📝 শেয়ার ক্রয়ের ফরম পূরণ করার পর পেমেন্ট যাচাই করে ৩ কার্যদিবসের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো ইমেইলে প্রদান করা হবে:

  • ✔ ✅ ইমেলের মাধ্যমে শেয়ার ক্রয়ের কনফার্মেশন মেসেজ প্রেরণ
  • ✔ 💳 ডিজিটাল আইডি প্রদান যা দিয়ে আপনি ঘরে বসে বিনিয়োগের ডিটেইলস দেখতে পারবেন
  • ✔ 💳 ডিজিটাল ইনভেস্টমেন্ট মানি রিসিট
  • ✔ 💬 প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক

রিফান্ড নীতিমালা

১) রিফান্ডের যোগ্যতা:

  • বিনিয়োগের ন্যূনতম ৩ মাস পূর্ণ হওয়া আবশ্যক।
  • প্রতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে।

২) রিফান্ডের শর্তাবলী:

  • ✅ (ক) তৃতীয় বা ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার পুর্বে রিফান্ড চাইলে:
    • তিন বা ষষ্ঠ মাসের (উপরে বর্ণিত শেয়ার বিনিয়োগের সময়সীমা অনুযায়ী নির্ধারিত হবে) পূর্বে রিফান্ড চাইলে: ➡ ITBD হতে প্রদেয় সকল মুনাফা, কোন গিফট প্রদান করা হলে সেটির মূল্য কর্তন করে শুধুমাত্র বিনিয়োগকৃত মূল টাকা ফেরত প্রদান করা হবে।
  • ✅ (খ) তৃতীয় বা ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার পর রিফান্ড চাইলে:
    • ➡ যে মাসে বিনিয়োগ ফেরতের আবেদন করা হবে অর্থ্যাৎ ২০-৩০ তারিখের মধ্যে আবেদন করলে উক্ত মাসের মুনাফাসহ বিনিয়োগকৃত মূল টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
  • আর যদি চলতি মাসের ২০ তারিখের পূর্বে টাকা উত্তোলন করে নিতে চান সেক্ষেত্রে চলতি মাসের কোন মুনাফা প্রদান করা হবে না।

৩) রিফান্ড আবেদন প্রক্রিয়া:

  1. শেয়ারহোল্ডারদের অনলাইন ফরম পূরণ করতে হবে।
    (প্রকল্প সংশ্লিষ্ট WhatsApp গ্রুপে যোগাযোগের মাধ্যমে রিফান্ড ফরম সংগ্রহের অনুরোধ করছি।)
  2. আবেদন জমার পর বিনিয়োগকৃত টাকার পরিমাণের উপর ভিত্তি করে নিচের তালিকা অনুযায়ী রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হবে, ইন্শা-আল্লাহ্
  3. রিফান্ডের টাকা ব্যাংক/মোবাইল ফিন্যান্সিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট)-এ ট্রান্সফার করা হবে।

৪) রিফান্ড বাতিলের শর্ত:

  • ❌ ভুল তথ্য প্রদান করলে, রিফান্ড বাতিল বলে গণ্য হবে এবং বিনিয়োগকৃত টাকা বাজেয়াপ্ত করা হবে

রিফান্ড প্রক্রিয়ার সময়সীমা:

বিনিয়োগকৃত টাকার পরিমাণের উপর ভিত্তি করে ১ - ১৮০ দিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে, ইন্শা-আল্লাহ্

বিনিয়োগের পরিমাণ সময়সীমা
২ - ১০ হাজার ১ দিন
১১ - ৩০ হাজার ২ দিন
৩১ - ৫০ হাজার ৫ দিন
৫১ - ১ লক্ষ ৭ দিন
১ লক্ষ ১ হাজার - ২ লক্ষ ১৫ দিন
২ লক্ষ ১ হাজার - ৫ লক্ষ ১ মাস
৫ লক্ষ ১ হাজার - ১০ লক্ষ ১.৫ মাস
১০ লক্ষ ১ হাজার - ২০ লক্ষ ২ মাস
২০ লক্ষ ১ হাজার - ৩০ লক্ষ ৩ মাস
৩০ লক্ষ ১ হাজার - ৪০ লক্ষ ৪ মাস
৪০ লক্ষ ১ হাজার - ৫০ লক্ষ ৬ মাস

ITBD Executive

Per Share: ৳50,000

ফরম পূরণ করুন

বই আছে

Per Share: ৳2,000

ফরম পূরণ করুন

ল্যাপটপ আছে

Per Share: ৳20,000

ফরম পূরণ করুন

Edu পরিবার

Per Share: ৳৫,000

ফরম পূরণ করুন